CLASS X EXAM

দশম শ্রেণী বাংলা মক টেস্ট – ১

তুমি যদি দশম শ্রেণির ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তাহলে অবশ্যই দেখো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের বাংলা প্রস্তুতির জন্য আমরা নিয়ে এলাম একটি মক টেস্ট। দশম শ্রেণী বাংলা মক টেস্ট – ১ তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষার দিকে নজর দিয়ে তৈরি করা হয়েছে। তাছাড়া নিয়মিত এই মক টেস্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক হবে তা বলার অপেক্ষা থাকে না। আমাদের মক টেস্ট কীভাবে দেবে তা জানতে পুরোটা পড়ো।

দশম শ্রেণী বাংলা মক টেস্ট – ১

তোমাদের উদ্দেশ্যে জানাই, নিয়মিত পড়ার পাশাপাশি প্রয়োজন পড়াগুলি কতখানি আয়ত্ত্ব করতে পারলে তা জেনে নেওয়া। আর এক্ষেত্রে অন্যতম উপায় মক টেস্ট দেওয়া। তোমরা তোমাদের টেস্ট পেপার থেকে অনুশীলন যেমন চালাতে পারো, তেমনি অনলাইনে বিভিন্ন বিষয়ের মক টেস্ট দিয়ে নিজেদের আরও সমৃদ্ধ করতে পারো। আমাদের এই ওয়েবসাইটটি তোমাদের জন্য নানা তথ্য ও মক টেস্ট নিয়ে তৈরি করা হয়েছে।

শুধু মক টেস্টের আয়োজন নয়, আমরা তোমাদের জন্য তৈরি করেছি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ মাধ্যমিক বাংলা। যদি অ্যাপটি তুমি ইনস্টল না করে থাকো তাহলে এই লিঙ্কে ক্লিক করে তা ইনস্টল করে নিতে পারো।

আমাদের এই ওয়েবসাইটে তোমাদের সাহায্যার্থে বাংলা বিষয়ের নানা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। আমরা ইতিমধ্যে জ্ঞানচক্ষু, অসুখী একজন, আফ্রিকা প্রভৃতি বিষয়ে আলোচনা করেছি। আগ্রহী ছাত্রছাত্রীরা তা পড়ে দেখতে পারো।

মক টেস্ট দেওয়ার পদ্ধতি

আমাদের মক টেস্ট পদ্ধতি অনেক সরল ও অত্যাধুনিক। কেবল নিজের নাম জানিয়ে তুমি এই পরীক্ষাটি দিতে পারো। আজকের মক টেস্ট দেওয়ার জন্য তোমরা এই পদ্ধতি মেনে চলো।

>> প্রথমেই START বাটনে ক্লিক কর।
>> এরপর একটি ফর্ম আসবে। তাতে নিজের পুরো নামটি লেখ।
>> চাইলে ইমেল ঠিকানাও দিতে পারো। আমরা নিশ্চিত করি, তোমার ইমেল ঠিকানা গোপন থাকবে।
>> এরপরেই তোমার সামনে একটি পেজ আসবে। তাতে থাকবে 5টি প্রশ্ন।
>> প্রশ্নগুলির উত্তর কর এবং NEXT পেজে যাও।
>> এভাবে মোট 4টি পেজে 20টি প্রশ্ন পাবে।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে SEE RESULT এ ক্লিক কর।
>> সঠিক ও ভুল উত্তর, প্রয়োজনে তার ব্যাখ্যা সহ সহ তুমি তোমার স্কোর জানতে পারবে।
>> এই পদ্ধতি সম্পূর্ণ স্বয়ংক্রিয়।

বিষয় – সাহিত্য সঞ্চয়ন ও ব্যাকরণ

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় (বাংলা শিক্ষক)

0%

10 minutes

Times up


Created on By myexamcare
দশম শ্রেণী বাংলা মক টেস্ট ১

Class X - 1

দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য তৈরি একটি মক টেস্ট
পূর্ণমান - ২০
পাস মার্কস - ৬

মক টেস্ট দিতে নীচের ফর্মটি পূরণ কর।

1 / 20

Category: পাঠ্যপুস্তক

1. 'অসুখী একজন' কবিতায় কবি পাথরের সঙ্গে কীসের তুলনা করেছেন ?

2 / 20

Category: পাঠ্যপুস্তক

2. ‘সন্ধ্যাতারা’য় প্রকাশিত তপনের গল্পটির নাম কী ?

3 / 20

Category: ব্যাকরণ

3. 'সপ্তাহ' শব্দের ব্যাসবাক্য যা হবে -

4 / 20

Category: পাঠ্যপুস্তক

4. 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

5 / 20

Category: পাঠ্যপুস্তক

5. তপনের পুরো নাম কী ?

6 / 20

Category: পাঠ্যপুস্তক

6. 'ঘায় জন্মালো রাস্তায়' - রাস্তাটি কেমন ছিল ?

7 / 20

Category: পাঠ্যপুস্তক

7. 'আফ্রিকা' কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ?

8 / 20

Category: পাঠ্যপুস্তক

8. 'ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে' - কোন কথা ?

9 / 20

Category: পাঠ্যপুস্তক

9. হাজার বছর ধরে কারা ধ্যানে ডুবে ছিল ?

10 / 20

Category: ব্যাকরণ

10. 'শিশু আর বাড়িরা খুন হল' - 'শিশু' কোন কারক ?

11 / 20

Category: ব্যাকরণ

11. 'আমরা ভিখারি বারোমাস' - 'বারোমাস' যে প্রকার সমাস ?

12 / 20

Category: পাঠ্যপুস্তক

12. 'জ্ঞানচক্ষু' গল্পটিতে কোন পত্রিকার কথা পাওয়া যায় ?

13 / 20

Category: ব্যাকরণ

13. 'তারা আর স্বপ্ন দেখতে পারল না' বাক্যটির বাচ্য হল -

14 / 20

Category: পাঠ্যপুস্তক

14. 'এল ওরা লোহার হাতকড়ি নিয়ে' - 'ওরা' বলতে কবি কী বুঝিয়েছেন ?

15 / 20

Category: ব্যাকরণ

15. 'আমাদের ঘর গেছে উড়ে' - 'ঘর' কোন কারক ?

16 / 20

Category: পাঠ্যপুস্তক

16. 'জ্ঞানচক্ষু' গল্পে ব্যবহৃত প্রবাদ প্রবচনটি হল -

17 / 20

Category: পাঠ্যপুস্তক

17. 'তুমি সংগ্রহ করছিলে' - এখানে কী সংগ্রহ করার কথা কবি বলেছেন ?

18 / 20

Category: পাঠ্যপুস্তক

18. তপনকে তার মা বিয়েবাড়িতেও কোনটি আনিয়েছেন ?

19 / 20

Category: পাঠ্যপুস্তক

19. 'আমাদের বাঁয়ে -------' - শূন্যস্থান পূরণ কর।

20 / 20

Category: পাঠ্যপুস্তক

20. 'সব চূর্ণ হয়ে গেল' - এরপর কবি কী বলেছেন ?

Your score is

0%

Exit

User NameDurationScore
Sulekha Khatun3 minutes 31 seconds100%
Anamika Saha2 minutes 50%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!