ABOUT US

ABOUT US এই বিভাগে পাচ্ছেন MY EXAM CARE সম্পর্কে কিছু সাধারণ তথ্য। আপনারা যারা SLST বাংলা বিষয় নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্যের জন্য নিজের প্রস্তুতি যাচাই করে নেওয়া অত্যাবশ্যক। অন্যথায় সামান্য ভুলে সাফল্য অধরা থেকে যেতে পারে। তাই যারা SLST বাংলা সহ অন্যান্য বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তৈরি হয়েছে MY EXAM CARE, একটি অনলাইন মক টেস্ট ওয়েবসাইট।

ABOUT MY EXAM CARE

শুধু SLST বাংলা নয়, আমাদের ওয়েবসাইটে MSC, PSC, PRIMARY TET, PT সহ একাধিক পরীক্ষার জন্য আপনি নিজেকে যাচাই করে নিতে পারেন। এছাড়া যে-কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য General KnowledgeCurrent affairs সংক্রান্ত টেস্টগুলি দিয়ে নিজের প্রস্তুতিকে আরও মজবুত করতে পারেন।
আমাদের প্রশ্নের মান আপনার প্রস্তুতিতে অধিক সহায়ক হবে সে বিষয়ে আশা রাখা যায়।

MY EXAM CARE FEATURES

  • MCQ based Question paper
  • Automated evaluation
  • Global leaderboard
  • Top candidate list
  • Question paper on your email
  • Auto generated certificate
  • Result Chart
  • App support
  • Minimum price
  • WhatsApp Support with expert team

IN DETAILS

আমাদের MY EXAM CARE ওয়েবসাইটে উল্লেখিত সমস্ত পরীক্ষার প্রস্তুতি যাচাইয়ে মক টেস্ট নেওয়া হয়। আমাদের উন্নত মানের MCQ প্রশ্নপত্র আপনাকে সঠিক দিশা দেখায়। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আমাদের মক টেস্ট ব্যবস্থাকে আকর্ষণীয় ও নিখুঁত করে। পরীক্ষা শেষে আমাদের Automated evaluation system আপনার স্কোর প্রদর্শনে অধিক সহায়ক। সকল পরীক্ষার্থীর মধ্যে কারা টপ লিস্টে রয়েছেন তার তালিকাও দেখায় আমাদের মক টেস্ট ব্যবস্থা।

HOW TO ENTER

আমাদের MY EXAM CARE ওয়েবসাইটের মেনু থেকে আপনি যেকোনো পরীক্ষা যতবার খুশি দিতে পারেন। পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। MY ACCOUNT বিভাগ থেকে আপনি লগ ইন করতে পারেন। তবে লগ ইন করতে আপনি তখনই সক্ষম হবেন যদি আমাদের সাইটে আপনার সাবস্ক্রিপশন গ্রহণ করা থাকে। কীভাবে সাবস্ক্রিপশন করবেন ? কিছু না, শুধুমাত্র SUBSCRIBE NOW বাটনে ক্লিক করুন আর পর পর ধাপ অনুসরণ করুন। আপনার সাবস্ক্রিপশন গ্রহণের কাজ সম্পূর্ণ হলে আমরা আমাদের পক্ষ থেকে অ্যাপ্রুভাল দেব। ঐ অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনি আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে সক্ষম হবেন।

সাবস্ক্রিপশন গ্রহণের পূর্বে আমরা আপনাকে আমাদের TERMS & CONDITIONS, পেজটি পড়ার অনুরোধ করব।

CELEBRATING 100+ MEMBERS


NOW WE ARE 100+ SUBSCRIBERS
Thank you all. Stay with your favorite webpage.

This will close in 15 seconds