সাহিত্য সঞ্চয়ন (IX)

নোঙর কবিতা – অজিত দত্ত

নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কবিতা হল কবি অজিত দত্তের নোঙর কবিতা । আমরা এর আগে হিমালয় দর্শন প্রবন্ধ নিয়ে আলোচনা করেছি। অন্যান্য পাঠ্য রচনা থেকেও প্রাসঙ্গিক তথ্য ও প্রশ্নোত্তর তোমাদের স্বার্থে দেওয়া হয়েছে। আজকের আলোচ্য কবিতা থেকেও তোমাদের প্রাসঙ্গিক নানা তথ্য ও প্রশ্নোত্তর পরিবেশিত হল। পুরোটা পড়ো এবং প্রয়োজনীয় তথ্যগুলি খাতায় নোট করে নিতে পারো।

নোঙর কবিতা – প্রাসঙ্গিক তথ্য

কবিতাটি প্রতীকধর্মী। এই কবিতায় ফুটে উঠেছে জীবনের আশা ও ব্যর্থতার কথা। কবি বাস্তব জীবনের সমস্ত জটিলতা থেকে মুক্তি নিয়ে পাড়ি দিতে চান অজানার দেশে। কিন্তু নোঙরের মতো বাধা হয়ে দাঁড়ায় বাস্তব। কবি সারা জীবন মিছে দাঁড় টানেন।

প্রশ্নোত্তর – এককথায় উত্তর

১. ‘নোঙর’ কবিতাটির কবি কে ?
উঃ অজিত দত্ত

২. কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ?
উঃ শাদা মেঘ কালো পাহাড়

৩. ‘পাড়ি দিতে হবে দূর ——–‘ – শূন্যস্থান পূরণ কর।
উঃ সিন্ধুপারে

৪. নোঙর কোথায় পড়ে গিয়েছে ?
উঃ তটের কিনারে

৫. কবি মিছে দাঁড় টানেন –
উঃ সারারাত

৬. কবির ভাষায় ‘জোয়ারের ঢেউগুলি’ যা করে ওঠে –
উঃ ফুলে ফুলে ওঠে

৭. জোয়ারের ঢেউগুলি কীসে মাথা ঠুকে সমুদ্রের দিকে ছোটে ?
উঃ তরীতে

৮. ‘তারপর ——– শোষণ’ – শূন্যস্থান পূরণ কর।
উঃ ভাঁটার

৯. কবির বাণিজ্য-তরী কোথায় বাঁধা পড়ে আছে ?
উঃ তটের কাছে 

১০. নিস্তব্ধ মুহূর্তগুলি কীসের আওয়াজে কেঁপে ওঠে ?
উঃ সাগর গর্জনে

১১. কবি কখন স্রোতের বিদ্রুপ শুনতে পান ?
উঃ যখন দাঁড় নিক্ষেপ করেন

১২. কবি কার দিকে চেয়ে দিকের নিশানা করেন ?
উঃ তারার দিকে চেয়ে

১৩. কবি তাঁর দাঁড় টানাকে কীভাবে উল্লেখ করেছেন ?
উঃ বিরামহীন

১৪. কবি কোথায় পাড়ি দিতে চান ?
উঃ সপ্তসিন্ধু পাড়ে

১৫. ‘সারারাত তবু দাঁড় টানি’ চরণটি কবিতার কোন স্তবকে পাওয়া যায় ?
উঃ দ্বিতীয় স্তবকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!