Preliminary Test – 2
SLST কিংবা MSC পরীক্ষায় সমস্ত বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে Preliminary Test বা PT. এই পরীক্ষায় আপনার দক্ষতা এনে দিতে পারে বিশেষ সাফল্য। তাই P.T বিষয়ে ক্রমাণ্বয়ে অনুশীলনের প্রয়োজন। সেই অনুশীলনের ব্যবস্থাই করেছে MY EXAM CARE. Preliminary Test – 2 এই মক টেস্ট PT সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে যা আপনার প্রস্তুতিকে আরও সুদৃঢ় করে তুলবে।
আমরা এর আগে Preliminary Test – 1 গ্রহণ করেছি। যারা সেই পরীক্ষা দেননি তারা উক্ত লিংকে ক্লিক করে পরীক্ষাটি দিতে পারেন। যারা আমাদের ভিডিও টিউটোরিয়াল পেতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেল প্রয়াসে সাবস্ক্রাইব করে নিতে পারেন।
Preliminary Test – 2 এর সিলেবাস
সকলেই জানেন Preliminary Test এর সিলেবাসে সাধারণ জ্ঞান সহ নানা বিষয় যুক্ত আছে। আমাদের প্রয়াস সেই সিলেবাস থেকে প্রশ্ন নির্বাচন করে মক টেস্ট গ্রহণ করা। আমরা এই পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী আমাদের মক টেস্টের আয়োজন করেছি। কী কী থাকছে সিলেবাসে? দেখে নিন –
১. সাধারণ জ্ঞান
২. কারেন্ট অ্যাফেয়ার্স
৩. ইংরেজি
৪. গণিত
প্রতিটি বিভাগ থেকে ১০টি করে প্রশ্ন নিয়ে এই পরীক্ষাটি মোট ৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তৈরি আমাদের আজকের মক টেস্ট Preliminary Test – 2 । সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি সময় পাবেন ৩০ মিনিট। মক টেস্ট দেওয়া হয়ে গেলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনাকে ফলাফল জানিয়ে দেবে। যদি প্রশ্নপত্র আপনার ইমেলে পেতে চান তাহলে ফর্মটি পূরণ করার সময় আপনার ইমেল ঠিকানা অবশ্যই দেবেন।
প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়
View your Result
You must log in to see your results.