সাহিত্য সঞ্চয়ন (X)

জ্ঞানচক্ষু গল্প – প্রশ্নোত্তর

জ্ঞানচক্ষু গল্প – প্রাসঙ্গিক তথ্য

এককথায় উত্তর

১. জ্ঞানচক্ষু গল্পটি লেখিকার কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া ?
উঃ কুমকুম

২. আলোচ্য গল্পের কেন্দ্রীয় চরিত্রটির নাম কী ?
উঃ তপন

৩. ‘এত কাছ থেকে কখনো দেখেনি তপন’ – কী না দেখার কথা বলা হয়েছে ?
উঃ জলজ্যান্ত কোনো লেখককে

৪. সাধারণ বিশ্বাসে রত্নের মূল্য কে বোঝে ?
উঃ জহুরী   

৫. আলোচ্য গল্পটিতে কোন পত্রিকার কথা পাওয়া যায় ?  
উঃ সন্ধ্যাতারা

৬. ‘তোমার গল্প তো দিব্যি হয়েছে’ – বক্তা কে ?
উঃ মেসোমশাই

৭. তপনকে তার মা বিয়েবাড়িতেও কোনটি আনিয়েছেন ?
উঃ হোমটাস্কের খাতা

৮. তপনের থেকে তার ছোটোমাসি বয়সে কতখানি বড় ?
উঃ বছর আষ্টেকের

৯. ‘ও মা এ তো বেশ লিখেছিস রে’ – তপনের উদ্দেশ্যে কথাটি কার ?
উঃ তপনের মাসির   

১০. ‘সন্ধ্যাতারা’য় প্রকাশিত তপনের গল্পটির নাম কী ?
উঃ প্রথম দিন

১১. ‘একাসনে বসে লিখেও ফেলল আস্ত একটা গল্প’ – তপন গল্পটা কোথায় বসে লিখল ?
উঃ তিনতলার সিঁড়িতে

১২. ‘তপনকে এখন লেখক বলা চলে’ –  তপনের পুরো নাম কী ?
উঃ শ্রী তপন কুমার রায়

১৩. ‘ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে’ – কোন কথা ?
উঃ কারেকশানের কথা

১৪. আলোচ্য গল্পে ব্যবহৃত প্রবাদ প্রবচনটি হল –
উঃ পায়া ভারী

১৫. তপনের কাছে কোনটা ছিল অপমানের ?
উঃ গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়া

ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

১. রত্নের মূল্য জহুরির কাছেই – কোন্‌ গল্পের অংশ ? উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা কর।

২. তপনকে এখন লেখক বলা চলে – এমন মনে হওয়ার কারণ কী ?

৩. পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে – কোন ঘটনাকে ‘অলৌকিক ঘটনা’ বলা হয়েছে ?

৪. ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে – কোন কথা ছড়িয়ে পড়েছিল ? কথাটি ছড়িয়ে পড়ার ফল কী হয়েছিল ?

৫. কীরে তোর দেখছি পায়া ভারী হয়ে গেল – ‘পায়া ভারী’ প্রবাদটির অর্থ কী ? যার উদ্দেশ্যে কথাগুলি বলা তার কি সত্যিই পায়া ভারী হয়েছিল ? – বক্তব্যের সমর্থনে যুক্তি দাও।


অন্যান্য আলোচনা

প্রশ্নোত্তরের বিষয়LINK
অসুখী একজনClick Here
আয় আরো বেঁধে বেঁধে থাকিClick Here
আফ্রিকাClick Here
হারিয়ে যাওয়া কালি কলমClick Here
বহুরূপীClick Here
অভিষেকClick Here
সিরাজদৌল্লাClick Here
প্রলয়োল্লাসClick Here
পথের দাবীClick Here
অদল বদলClick Here
সিন্ধুতীরেClick Here
বাংলা ভাষায় বিজ্ঞানClick Here
অস্ত্রের বিরুদ্ধে গানClick Here
নদীর বিদ্রোহClick Here

আমাদের ইউটিউব চ্যানেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!