You are currently viewing বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি বাংলা

বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণি বাংলা

একাদশ শ্রেণি বাংলা বিষয়ে অন্যতম পাঠ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি। তোমাদের প্রথম সেমিস্টারে যেহেতু সমস্ত প্রশ্নই MCQ Based তাই আমরা এখানে বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। এগুলি অভ্যাস করলে তোমাদের প্রস্তুতি আরও সহজ হবে।

আমাদের পরামর্শ, তোমরা প্রথমে মূল পাঠ্যবইটি ভালো করে পড়ো। তারপর বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর অনুশীলন কর। পাশাপাশি আমাদের MCQ মক টেস্টও দিতে পারো এই ওয়েবসাইটেই।

বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর

১. ‘বিড়াল’ প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উঃ বঙ্গদর্শন

২. ‘বিড়াল’ প্রবন্ধটি কোন্‌ গ্রন্থের অন্তর্ভূক্ত ?
উঃ কমলাকান্তের দপ্তর

৩. ‘কমলাকান্তের দপ্তর’ কোন বছর প্রকাশিত হয় ?
উঃ ১৮৭৫ খ্রিস্টাব্দে

৪. কমলাকান্ত কোথায় ঝিমোচ্ছিলেন ?
উঃ শয়নকক্ষে চারপায়ীর উপর

৫. নেপোলিয়ন কে ?
উঃ ফরাসি সম্রাট

৬. নেপোলিয়ন কোন যুদ্ধ করেছিলেন ?
উঃ ওয়াটার্লু

৭. ওয়াটার্লু যুদ্ধে নেপোলিয়নের বিপক্ষে কে ছিলেন ?
উঃ ওয়েলিংটন

৮. কী করলে কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবেন ?
উঃ চিরাগত প্রথার অবমাননা করলে

৯. “অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়।”— ‘পুরুষের মতো আচরণ’ বলতে কী বোঝানো হয়েছে ?
উঃ দুধ চুরি করে খেলে বিড়ালকে মারা

১০. বিড়াল কমলাকান্তের কাছে কী চেয়েছিল ?
উঃ বিচার

১১. বিড়াল কোন বিষয়ে কমলাকান্তের দৃষ্টি আকর্ষণ করেছিল ?
উঃ সমাজের বৈষম্য বিষয়ে

১২. ‘পরম ধর্ম’ বলতে বিড়াল কী বুঝিয়েছে ?
উঃ পরোপকার

১৩. বিড়ালের মতে কখন কেউ চুরি করে না ?
উঃ যখন কেউ খেতে পায়

১৪. কে চোরের থেকে ‘শতগুণে দোষী’ ?
উঃ কৃপণ ধনী

১৫. দুধ খেলে কাদের কমলাকান্ত মারতে যেত না ?
উঃ ন্যায়ালঙ্কার কিংবা শিরোমণি

১৬. বিড়ালের কথায় ‘মনুষ্যজাতির রোগ’টি কী ?
উঃ তেলা মাথায় তেল দেওয়া

১৭. কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে কেন ?
উঃ কারণ সে আফিংখোর

১৮. বিড়ালের কথাগুলো কমলাকান্তের কী মনে হয়েছিল ?
উঃ সোশিয়ালিস্টিক

১৯. কমলাকান্তের মতে ‘সমাজের ধনবৃদ্ধি’ করতে হলে কী করা দরকার ?
উঃ ক্ষমতা অনুযায়ী ব্যক্তিকে ধন সঞ্চয় করতে হবে

২০. তবে আমার বেলা —— কেন ? – শূন্যস্থান পূরণ কর।
উঃ লাঠি

২১. চোরের দণ্ড থাকলে আর কীসের দণ্ড থাকা উচিত ?
উঃ নির্দয়তার

২২. যে বিচারক চোরকে সাজা দিবেন তাকে কতদিন উপবাসে থাকার কথা বলা হয়েছে ?
উঃ তিন দিন

২৩. বিড়ালের কথাগুলিকে কীসের বিরোধী বলা হয়েছে ?
উঃ নীতির

২৪. বিড়ালকে কমলাকান্ত কীসের সঙ্গে তুলনা করেছে ?
উঃ পতিত আত্মা

২৫. কমলাকান্তের চোখে বিড়াল কেমন ছিল ?
উঃ সুতার্কিক ও সুবিচারক

২৬. কমলাকান্তের আশ্রয়দাতা কে ?
উঃ নসীরামবাবু

২৭. দুশ্চিন্তা ত্যাগ করে কমলাকান্ত বিড়ালকে কীসে মন দিতে বলেছিলেন ?
উঃ ধর্মাচরণে

২৮. “উভয়ে ভাগ করিয়া খাইব।”— কী ভাগ করে খাওয়ার কথা বলা হয়েছে ?
উঃ প্রসন্নের দেওয়া ছানা

২৯. কমলাকান্ত কী দিয়ে বিড়ালটিকে মারতে গিয়েছিল ?
উঃ একটি ভাঙা লাঠি

৩০. “কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া, একটু সরিয়া বসিল” – কার কথা বলা হয়েছে ?
উঃ বিড়ালের কথা

৩১. “…হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না।”— কমলাকান্ত কী বুঝতে পারেননি ?
উঃ ‘মেও’ শব্দের তাৎপর্য

৩২. ‘মেও’ শব্দে বিড়ালের অভিপ্রায় কী ছিল ?
উঃ কমলাকান্তের মন বোঝার

৩৩. ‘একটু বিচার করিয়া দেখ দেখি?’ – কাকে উদ্দেশ্য করে এমনটি বলা হয়েছে ?
উঃ কমলাকান্তকে উদ্দেশ্য করে

৩৪. বিড়ালের মতে মনুষ্যজাতির জ্ঞানোন্নতি কীভাবে সম্ভব ?
উঃ বিজ্ঞ চতুষ্পদীর কাছে শিক্ষালাভ করে

৩৫. বিড়াল কার ধর্ম সঞ্চয়ের মূল কারণ ?
উঃ কমলাকান্তের

৩৬. ‘তোমাদের পেট ভরা, আমার পেটের —–  কি প্রকারে জানিবে!’ – শূন্যস্থান পূরণ কর।
উঃ ক্ষুধা (শব্দটি খেয়াল রেখো)

৩৭. আহারের অভাবে বিড়ালের উদরের অবস্থা কেমন ?
উঃ কৃশ

৩৮. ‘লাঙ্গুল বিনত’ – ‘লাঙ্গুল’ শব্দের অর্থ কী ?
উঃ লেজ

৩৯. আহারের অভাবে বিড়ালের দেহের কোন অংশ ঝুলে পড়েছে ?
উঃ জিভ

৪০. বিড়ালের কথায় ধনীর ধন বৃদ্ধি না হলে কার ক্ষতি নেই ?
উঃ দরিদ্রের

৪১. ‘কস্মিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না।’ – কার কথা বলা হয়েছে ?
উঃ বিড়ালের কথা

৪২. ‘বিজ্ঞ লোকের মত এই যে’ – বিজ্ঞ লোকের মত কী ?
উঃ বিচারে পরাস্ত হলে গম্ভীরভাবে উপদেশ দেওয়া

৪৩. ধর্মাচরণ পালনের জন্য বিড়ালকে কমলাকান্ত কোন বই পড়ার উপদেশ দিয়েছে ?
উঃ নিউমান, পার্কার

৪৪. ‘উভয়ে ভাগ করিয়া খাইব’ – কী খাওয়ার কথা বলা হয়েছে ?
উঃ ছানা

৪৫. কমলাকান্তের পুরো নাম কী ?
উঃ শ্রীকমলাকান্ত চক্রবর্তী



বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর PDF পেতে কমেন্ট কর।

একাদশ শ্রেণি বাংলা, বিড়াল প্রবন্ধ একাদশ শ্রেণি বাংলা

Leave a Reply