সেরা ৫টি প্রতিবেদন রচনা
মাধ্যমিক পরীক্ষা ২০২৬ এর দিকে লক্ষ্য রেখে বাংলা বিষয়ের জন্য আমাদের উপস্থাপন সেরা ৫টি প্রতিবেদন রচনা। প্রতিবেদন রচনার নিয়ম সম্পর্কে জানতে আমাদের বিশেষ পোস্টটি দেখ। আশা করি, এই পাঁচটি প্রতিবেদন তোমাদের বিশেষ সহায়ক হবে।
সেরা ৫টি প্রতিবেদন রচনা
আমরা গুরুত্বপূর্ণ সেরা ৫টি প্রতিবেদন ক্রমাণ্বয়ে উপস্থাপন করেছি। আমাদের বিষয়গুলি হল অরণ্য সপ্তাহ পালন, রক্তদান শিবিরের আয়োজন, প্লাস্টিক দূষণ, বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান ও মঙ্গলে প্রাণের অস্তিত্ব। তোমরা তোমাদের প্রয়োজন মতো বিষয় দেখে নাও।
অরণ্য সপ্তাহ পালন
(১) তোমার এলাকায় পালিত হল অরণ্য সপ্তাহ – এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা কর।
দীর্ঘপাড়ায় পালিত হল অরণ্য সপ্তাহ
নিজস্ব সংবাদদাতা, দীর্ঘপাড়া, ১১ই ডিসেম্বরঃ এক হাজার চারাগাছ রোপণ করে একযোগে অরণ্য সপ্তাহ পালন করল পূর্ব বর্ধমান জেলার দীর্ঘপাড়া ভি. এম বিদ্যাপীঠ ও দীর্ঘপাড়া কৃষি উন্নয়ন সমিতি। সম্প্রতি নাদনঘাট-কালনা সড়ক সম্প্রসারণের উদ্দেশ্যে এলাকার বেশ কিছু গাছ কাটা হয়েছিল। পরে সরকারি উদ্যোগে নবনির্মিত সড়কের দু’ধারে অনেক নতুন গাছ লাগানো হয়েছিল। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি। ফলে সবুজের ঘাটতি রয়েই গিয়েছিল। তাছাড়া, বিধ্বংসী ফণী ও আমফান ঝড়ের কবলে বহুসংখ্যক গাছ নষ্ট হয়।
তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে যৌথভাবে এক হাজার চারাগাছ রোপন করার সিদ্ধান্ত নেয় দীর্ঘপাড়া ভি. এম বিদ্যাপীঠ ও দীর্ঘপাড়া কৃষি উন্নয়ন সমিতি। গত ৭ই জুলাই থেকে ১৪ই জুলাই পর্যন্ত দীর্ঘপাড়া, সাতগড়িয়া সহ পার্শ্ববর্তী নানা এলাকায় এইসব গাছ রোপন করা হয়। এলাকার বিভিন্ন ক্লাবের সদস্য ছাড়াও অনেক সাধারণ মানুষও বৃক্ষরোপণ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অরণ্য সপ্তাহের সাফল্যের কথা উল্লেখ করে কৃষি উন্নয়ন সমিতির সভাপতি ব্রজগোপাল ঘোষ বলেন, “আমরা সাধারণ মানুষের যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আগামী বছর আরও পাঁচ হাজার নতুন চারাগাছ রোপন করার পরিকল্পনা আছে।”
রক্তদান শিবির
(২) তোমার এলাকায় অনুষ্ঠিত হল একটি রক্তদান শিবির – এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা কর।
নাদনঘাটে রক্তদান শিবিরের আয়োজন
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১২ই ডিসেম্বরঃ বর্ধমান নাগরিক একতা মঞ্চের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবিরের। গতকাল স্থানীয় ‘দৃষ্টি ভবনে’ এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের প্রাণি সম্পদ উন্নয়ন মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ মহাশয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্পাদক অসিতবরণ চৌধুরী জানান যে, এই বছর ৬১ জন রক্তদাতা রক্ত দান করেছেন। সংখ্যাটা গতবারের তুলনায় অনেকটাই বেশি বলে তিনি জানান। এলাকার মানুষদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এই সাফল্যের কারণ বলে তাঁর অভিমত।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্ধমান নাগরিক একতা মঞ্চের রক্তদান শিবির এবার পঞ্চম বছরে পড়ল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী প্রিয়াঙ্কা সরকার। তিনি বলেন যে, বহু বিপন্ন মানুষের প্রাণ রক্ষা করতে প্রতিটি ক্লাব তথা সংগঠনেরই নিজেদের এলাকায় এরকম একটি সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন। সমগ্র রক্তদান শিবিরটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করে কালনা হাসপাতাল ও নাদনঘাট থানা।
প্লাস্টিক দূষণ
(৩) প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা – এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা কর।
প্লাস্টিক ব্যবহারে সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা, নাদনঘাট, ১০ই ডিসেম্বরঃ নাদনঘাট পরিবেশ মঞ্চের উদ্যোগে সম্পন্ন হল প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কিত একটি সচেতনতা শিবির। বর্তমানে একটি অন্যতম পরিবেশ দূষক হল প্লাস্টিক। আর সেই প্লাস্টিকের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। ১২০ মাইক্রনের কম পুরুত্ব সম্পন্ন প্লাস্টিক নির্বিচারে ব্যবহার করা হচ্ছে। এটি এমনই এক দূষক যাকে খুব সহজে নষ্ট করা যায় না এবং তা দীর্ঘদিন ধরে মাটিতে থেকে পরিবেশের নানা ক্ষতি করে থাকে। আর তাই প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য নাদনঘাট পরিবেশ মঞ্চের পক্ষ থেকে সমগ্র এলাকার মানুষকে সচেতন করার প্রয়াস গ্রহণ করা হয়। কর্মসূচীটি সম্পন্ন হয় নাদনঘাট ক্রীড়া ময়দানে।
উক্ত সচেতনতা শিবিরে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নাগরিকদের সচেতন করা হয়। পরিবেশ মঞ্চের সম্পাদক শ্রী কল্যাণ দাস জানান যে, তারা এই সচেতনতামূলক প্রচার নিয়মিত চালিয়ে যাবেন। স্থানীয় বিধায়কও তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে, নাদনঘাট পরিবেশ মঞ্চকে তিনি সর্বোতভাবে সাহায্য করবেন।
বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান
(৪) তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান – এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা কর।
বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১০ই ডিসেম্বরঃ গতকাল কুলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হল, স্কুলের কমিউনিটি হলে। এই উপলক্ষ্যে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্কুলের প্রাক্তন ছাত্রী ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী তন্দ্রা সেন। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয় জীবনে এই ধরনের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতার দিকটি তুলে ধরেন। এরপর উদ্বোধনী সংগীত পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। তাদের পরিবেশিত সমবেত সঙ্গীত দশর্কাসনে উপস্থিত সকলকে মুগ্ধ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্যে বিদ্যালয়ের ঐতিহ্য, নারীশিক্ষা এবং নারী প্রগতির কথা উঠে আসে। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল বিদ্যালয়ের ছাত্রীদের প্রচেষ্টায় অভিনীত রবীন্দ্রনাথের নৃত্যনাট্য।
অনুষ্ঠানে শ্রীমতী সেনের হাত থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীরা পুরস্কার গ্রহণ করে। এরপর ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীরা সারা বছরের পড়াশোনা, খেলা, নাচ-গান ও ছবি আঁকার জন্য পুরস্কৃত হয়। বিশেষভাবে অভিনন্দন জানানো হয় বিদ্যালয়ের ছাত্রী অপরূপা দাসকে, যে শারীরিক অসুস্থতা নিয়েও লেখাপড়া করছে। সকলের অংশগ্রহণে ও আন্তরিকতায় দিনটি উজ্জ্বলতায় ভরে উঠেছিল।
মঙ্গলে প্রাণের অস্তিত্ব
(৫) মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের বক্তব্য – এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা কর।
লালগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে কী বলছে বিজ্ঞানীমহল ?
বিশেষ সংবাদদাতা, কলকাতা, ১০ই ডিসেম্বরঃ লালগ্রহ মঙ্গলে প্রাণ আছে কিনা তা বিজ্ঞানীদের কাছে বহুদিনের প্রশ্ন। মঙ্গলে পাঠানো নানা যান যে ছবি বা তথ্য পাঠাচ্ছে তা থেকে গভীর অনুসন্ধান ও পর্যালোচনার পর বিজ্ঞানীদের ধারণা ও অভিমত হল মঙ্গলে কোনো কালে প্রাণ ছিল না, ভবিষ্যতেও উদ্ভবের সম্ভাবনা নেই। তাঁরা এ বিষয়ে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ই.এস.এ), ভারতের ইসরো, জাপানের জেক্সার মতো মহাকাশ গবেষণা সংস্থাগুলির সঙ্গে আলোচনাও করেছেন।
আসলে মঙ্গলের মাটি বরফশীতল ও পাথুরে। ওই পরিবেশে প্রাণের উদ্ভব একপ্রকার অসম্ভব। মঙ্গলের ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রায় সময়ই মাইনাস ৭০০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। উত্তর গোলার্ধের তাপমাত্রা আরও কম। ওই তাপমাত্রায় প্রাণের উৎপত্তি একেবারে অসম্ভব। মঙ্গলে জল থাকলে তা পাথরের ওপরে বরফ হয়ে জমাট বেঁধে পাথর হয়েই থাকে। সেই অবস্থায় প্রাণের উৎপত্তি হতে পারে না। মঙ্গলে ঋতু পরিবর্তন হলেও পৃথিবীর ঋতুর সঙ্গে তার চরিত্রের অনেক তফাৎ। মঙ্গলে অক্সিজেনের কোনো পরমাণুই নেই। শতকরা ৯০ ভাগ কার্বন ডাই অক্সাইড। তাই মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা একপ্রকার হতাশ করেছেন সকলকে।

