ছাত্রছাত্রী, পরীক্ষার্থী ও বাংলা ভাষাপ্রেমীদের জন্য নিয়ে আসা হয়েছে আমাদের দুটি বাংলা ব্যাকরণ অ্যাপ। প্রথমটি সমগ্র বাংলা ব্যাকরণ বিষয়ক একটি পূর্ণাঙ্গ অভিধান। অন্যটি বিপরীত শব্দের অভিধান। বাংলা বিষয়ের বিশিষ্ট শিক্ষক ও গ্রন্থকার নীলরতন চট্টোপাধ্যায় নির্মিত দুটি মোবাইল অ্যাপই অত্যন্ত সহায়ক ও নানা তথ্যে পূর্ণ। বিস্তারিত জানতে পুরোটা পড়।
বাংলা ব্যাকরণ অ্যাপ
আমাদের বাংলা ব্যাকরণ অ্যাপ বিষয়ক অ্যাপ দুটি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে – সম্পূর্ণ বিনামূল্যে। সকলকে অনুরোধ নীচের লিঙ্ক থেকে অ্যাপ দুটি ডাউনলোড করে নাও। তার আগে দুটি অ্যাপেরই বৈশিষ্ট্য জেনে নাও।
বাংলা ব্যাকরণ অভিধান অ্যাপ
এটি বাংলা ব্যাকরণের বৃহত্তম ডিজিটাল অভিধান। এই অভিধানে পাওয়া যাবে প্রায় ২০,০০০ শব্দের পরিচয়। কোনো শব্দের ব্যূৎপত্তি, সন্ধি, সমাস, প্রকৃতি প্রত্যয় বা শব্দটি কোন বর্গের তা জানা যাবে সহজেই। এছাড়া আরও বহু বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। কী কী বিষয়ের তথ্য পাওয়া যাবে আমাদের এই বাংলা ব্যাকরণ অভিধান অ্যাপে ?
আমরা এই অ্যাপটিতে নিম্নোক্ত বিষয়ে সর্বাধিক তথ্য পরিবেশন করেছি –
১. ধ্বনি পরিবর্তন
২. সন্ধিবিচ্ছেদ
৩. সমাস
৪. প্রকৃতি-প্রত্যয়
৫. সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ
৬. বাংলা শব্দভাণ্ডার
৭. পদ পরিবর্তন
৮. লিঙ্গ পরিবর্তন
৯. সমার্থক শব্দ
১০. বিপরীত শব্দ
১১. এককথায় প্রকাশ
১২. প্রবাদ প্রবচন বাগধারা
এই সমস্ত নানা তথ্যের ভাণ্ডার আমাদের এই অ্যাপটি। বিভিন্ন পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাপ। আমাদের এই ব্যাকরণ অভিধান মোবাইলে ইনস্টল করা থাকলে তৎক্ষণাৎ যেকোনো সমস্যার সমাধান পাওয়া যাবে। অ্যাপটি কিছু ক্ষেত্রে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারে। এটি সম্পূর্ণ রূপে বিনামূল্যে প্রদেয় একটি মোবাইল অ্যাপ যা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা তথা বাংলা ব্যাকরণে আগ্রহীদের জন্য তৈরি করা হয়েছে।
বিপরীত শব্দ অ্যাপ
বিপরীত শব্দ – বাংলা ব্যাকরণ আসলে বিপরীত শব্দের সর্ববৃহৎ একটি ডিজিটাল অভিধান। এখনও পর্যন্ত বিপরীত শব্দের যথোপযুক্ত অ্যাপ ছিল না। সেই অভাব পূরণ করতে সক্ষম আমাদের এই অ্যাপটি।
এখানে আমরা ১৫০০ এরও বেশি শব্দ যুক্ত করেছি। সম্পূর্ণ অভিধান আকারে সাজিয়ে উপস্থাপিত হয়েছে যাতে ব্যবহারকারী সকলেরই শব্দ খুঁজে পেতে সহজ হয়। আশা করি, এই অ্যাপটি ব্যবহার করে উপকার পাওয়া যাবে। আমরা নিয়মিত আপডেটের মধ্য দিয়ে অজানা আরও অনেক শব্দ যুক্ত করব। অল্প সাইজের অ্যাপে দেওয়া হয়েছে অধিক শব্দ। সঙ্গে সুন্দর গ্রাফিক্স ও সহজ ব্যবহার পদ্ধতি।

