একাদশ শ্রেণি বাংলা বিষয়ে এই পোস্টে তোমরা পাচ্ছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর। তোমাদের প্রথম সেমিস্টারে যেহেতু সমস্ত প্রশ্নই MCQ Based তাই আমরা এখানে এককথায় প্রশ্নোত্তর উপস্থাপন করেছি। এতে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তোমাদের প্রস্তুতি ভালো হবে।
আমাদের পরামর্শ, তোমরা প্রথমে মূল পাঠ্যবইটি ভালো করে পড়ো। তারপর পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর অনুশীলন কর। পাশাপাশি আমাদের MCQ মক টেস্টও দিতে পারো এই ওয়েবসাইটেই।
পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর
১. রসের জন্য গাছ কেটেছিল কে ?
উঃ তারক খুড়ো
২. শীতকালের সকালে অন্নপূর্ণা কোথায় বসেছিলেন ?
উঃ রান্নাঘরের দাওয়ায়
৩. সহায়হরির মনে ভীতি সঞ্চারের কারণ কী ছিল ?
উঃ স্ত্রী অন্নপূর্ণার অতিরিক্ত শান্ত সুর
৪. রান্না করার সময় অন্নপূর্ণার কী মনে পড়েছিল ?
উঃ বড়ো মেয়ের কাতর দৃষ্টি
৫. ‘অর্ধেকগুলো কিন্তু একা আমার…’ – কীসের কথা বলা হয়েছে ?
উঃ পুঁইশাকের তরকারি
৬. পুঁইশাকের চচ্চড়ি দেখে কার চোখ বিস্ময় ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল ?
উঃ ক্ষেন্তির
৭. চালের বাতায় গোঁজা ডালা থেকে কে, কী সংগ্রহ করেছিলেন ?
উঃ অন্নপূর্ণা, শুকনো লঙ্কা
৮. কালীময়ের চণ্ডীমণ্ডপে কার ডাক পড়েছিল ?
উঃ সহায়হরির
৯. কেষ্ট মুখুজ্জের কথা কে উল্লেখ করেছিলেন ?
উঃ কালীময়
১০. আশীর্বাদের পরেও মেয়ের বিয়ে না দিলে তাকে কী বলা হয়েছে ?
উঃ উচ্ছগ্গু করা মেয়ে
১১. কালীময় সহায়হরিকে কোন কাজ করতে বলেছিলেন ?
উঃ মেয়ের বিয়ের ব্যবস্থা করতে
১২. কার সঙ্গে সহায়হরির মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ?
উঃ শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে
১৩. ক্ষেন্তি আর তার ছোটো বোন কোথায় তরকারি তৈরি করছিল ?
উঃ ভাঙা পাঁচিলের ধারে ছোটো জমিতে
১৪. ‘এখন যে জল না পেয়ে মরে যাবে।’ – কী মরে যাওয়ার কথা বলা হয়েছে ?
উঃ পুঁইশাকের চারা
১৫. সকালে উঠে তার দুই মেয়েকে সহায়হরি কোথায় দেখলেন ?
উঃ কাঁঠালতলায়
১৬. কীসের সাহায্যে অন্নপূর্ণা খোলায় তেল মাখাচ্ছিলেন ?
উঃ বেগুনের বোঁটা
১৭. ‘কেমন একটা ধরাধরা গন্ধ’ কে পেয়েছিল ?
উঃ ক্ষেন্তি
১৮. কী পেয়ে ক্ষেন্তি অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব পেয়েছিল ?
উঃ নারকেল কোরা খেয়ে
১৯. “বার করে নিয়ে আয়।” – এখানে কী বের করে আনার কথা বলা হয়েছে ?
উঃ জল দেওয়া ভাত
২০. অন্নপূর্ণা বোতল থেকে কী সংগ্রহ করছিল ?
উঃ নারকেল তেল
২১. গুজবের কারণ সন্ধানে অন্নপূর্ণা সহায়হরিকে কোথায় যেতে বলেছিলেন ?
উঃ চৌধুরীদের বাড়ি
২২. বাগদি-দুলে পাড়ায় ঘুরে বেড়ালে ভদ্রলোকদের গ্রামে বাস করা যায় না – এমন ভাবনা কার ?
উঃ অন্নপূর্ণার
২৩. সহায়হরিকে ‘একঘরে’ করার কথা কোথায় আলোচনা করা হয়েছে ?
উঃ চৌধুরীদের চণ্ডীমণ্ডপে
২৪. কোন বিষয়ে অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখাননি ?
উঃ বাটি কিংবা ঘটি বের করে দিতে
২৫. “তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পার?” – কে, কাকে একথা বলেছেন ?
উঃ অন্নপূর্ণা, সহায়হরিকে
২৬. অন্নপূর্ণার অতিরিক্ত শান্ত কণ্ঠস্বরকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
উঃ ঝড়ের অব্যবহিত আগে আকাশের স্থিরভাবের সঙ্গে
২৭. সহায়হরি তার স্ত্রীকে কোনটি দিতে বলেছিলেন ?
উঃ একটা বড়ো বাটি কি ঘটি
২৮. সহায়হরি চাটুজ্যের স্ত্রীর নাম কী ?
উঃ অন্নপূর্ণা
২৯. মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি বলে গ্রামের লোকেরা কোন সিদ্ধান্ত নিয়েছিল ?
উঃ অন্নপূর্ণাদের হাতের জল কেউ খাবে না
৩০. “আমি বলি না জানি কি ব্যাপার।” – বক্তা কে ?
উঃ সহায়হরি
৩১. কে সহায়হরিকে একঘরে করতে উদ্যোগ নিয়েছিল ?
উঃ কালীময় ঠাকুর
৩২. অন্নপূর্ণার কথা অনুসারে ক্ষেন্তির বয়স কত হয়েছিল ?
উঃ পনেরো বছর
৩৩. খিড়কির দরজার কাছে ক্ষেন্তির হাতে পুঁইশাক দেখেছিল কে ?
উঃ সহায়হরি
৩৪. ক্ষেন্তির বোনের হাতে পুঁইপাতায় কী জড়ানো ছিল ?
উঃ চিংড়ি মাছ
৩৫. ক্ষেন্তিরা কার কাছে চিংড়ি মাছ কিনেছিল ?
উঃ গয়া বুড়ি
৩৬. গয়া বুড়ি সহায়হরির কাছে কত টাকা বা পয়সা পেত ?
উঃ দু-পয়সা
৩৭. ক্ষেন্তির চেহারা কেমন ছিল ?
উঃ গোলগাল
৩৮. ক্ষেন্তিকে ঘাটের ধারে পুঁইশাক দিয়েছিল কে ?
উঃ রায় কাকা
৩৯. বিয়ে হলে ক্ষেন্তি হত চার ছেলের মা – এমন বক্তব্য কার ?
উঃ অন্নপূর্ণার
৪০. “….. মাটিতে পড়িয়া গেল।” – মাটিতে কী পড়ে গিয়েছিল ?
উঃ পুঁইশাকের বোঝা
৪১. অন্নপূর্ণা পুঁইশাকের বোঝাগুলি কোথায় ফেলে দিতে বলেছিল ?
উঃ পুকুরের ধারে
৪২. কাকে অন্নপূর্ণা পুঁইশাকের বোঝা ফেলে দিতে বলেছিল ?
উঃ রাধীকে
৪৩. “এনেছে ছেলে মানুষ খাবে বলে….” – কী আনার কথা বলা হয়েছে ?
উঃ চালতা
৪৪. “মেয়েদের আবার অত নোলা কীসের” – বক্তা কে ?
উঃ অন্নপূর্ণা
৪৫. রাধীর পরিচয় কী ?
উঃ অন্নপূর্ণা ও সহায়হরির ছোটো মেয়ে
৪৬. সহায়হরি খেন্তিকে কোন বস্তুটি আনতে বলেছিল ?
উঃ শাবল
৪৭. মুখুজ্জ্যে বাড়ির ছোটো মেয়ের নাম কী ?
উঃ দুর্গা
৪৮. মুখুজ্জ্যে বাড়ি থেকে অন্নপূর্ণার ডাক পড়েছিল কেন ?
উঃ নবান্ন মাখা এবং ইতুর ঘট বের করার জন্য
৪৯. একটা ল্যাজঝোলা হলদে পাখি কোথায় ঘুরে বেড়াচ্ছিল ?
উঃ আমড়া গাছের ডালে ডালে
৫০. সহায়হরি ঘাড়ে করে কী নিয়ে এসেছিল ?
উঃ মেটে আলু
৫১. সহায়হরিকে মেটে আলু দিয়েছিল কে ?।
উঃ ময়শা চৌকিদার
৫২. ক্ষেন্তির তরকারির ক্ষেতে কোনটি একমাত্র সজীব গাছ ছিল?
উঃ একটা পুঁইশাকের চারা
৫৩. মুখুজ্জ্যেদের বাড়ি থেকে কাকে গোবর কুড়িয়ে আনতে দেখা যায় ?
উঃ ক্ষেন্তিকে
৫৪. কোথা থেকে সহায়হরি ক্ষেন্তির জন্য জামা কিনেছিলেন?
উঃ শ্যামপুরের রথের মেলা থেকে
৫৫. ক্ষেন্তির জন্য কেনা জামার দাম কত ছিল ?
উঃ আড়াই টাকা
৫৬. ক্ষেন্তির জামাটি কোথায় থাকত ?
উঃ টিনের তোরঙ্গে
৫৭. কখন ক্ষেন্তির বিয়ে হয়েছিল ?
উঃ বৈশাখ মাসের প্রথম দিকে
৫৮. ক্ষেন্তির বিয়ের ঘটকালি করেছিল কে ?
উঃ এক দূর-সম্পর্কের আত্মীয়
৫৯. যার সঙ্গে ক্ষেন্তির বিয়ে হয়েছিল তার বয়স কেমন ছিল ?
উঃ চল্লিশের খুব বেশি নয়
৬০. বেহারা কাদের বলা হয় ?
উঃ পালকি বাহকদের
৬১. শ্বশুরবাড়িতে যাওয়ার সময় ক্ষেন্তি কী পরেছিল ?
উঃ বালুচরী শাড়ি
৬২. “তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে?” – এ কথা কে বলেছিল ?
উঃ পাড়ার ঠানদিদি
৬৩. অন্নপূর্ণা কোথায় আমসত্ত্ব শুকোতে দিয়েছিল ?
উঃ উঠোনের মাচায়
৬৪. বিষ্ণু সরকার কে ?
উঃ সহায়হরির প্রতিবেশী
৬৫. ক্ষেন্তি কোন রোগে আক্রান্ত হয়েছিল ?
উঃ বসন্ত
৬৬. ক্ষেন্তির বিয়েতে পণ হিসেবে কত টাকা বাকি ছিল ?
উঃ আড়াইশো টাকা
৬৭. কে বা কী বাড়ির পিছনের বনে আওয়াজ করছিল?
উঃ কাঠঠোকরা পাখি
৬৮. উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল কে ?
উঃ পুঁটি ও রাধী
৬৯. কোথায় পুঁটি পিঠে ছুঁড়ে ফেলেছিল?
উঃ ষাঁড়াগাছের ঝোপের মাথায়
৭০. কোন মাসে সহায়হরি ক্ষেন্তিকে দেখতে তার শ্বশুড়বাড়ি যায় ?
উঃ পৌষ মাসে
৭১. কোন ঋতু দিয়ে গল্পটি শুরু হয়েছে ?
উঃ শীত
৭২. ‘পুঁইমাচা’ গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন্ পত্রিকায় ?
উঃ প্রবাসী
৭৩. গল্পটি প্রথম কোন্ গল্পগ্রন্থে সংকলিত হয় ?
উঃ মেঘমল্লার
৭৪. ‘পুঁইমাচা’ গল্পের কেন্দ্রীয় চরিত্র কোন্টি ?
উঃ ক্ষেন্তি চরিত্র
৭৫. ক্ষেন্তিরা কয় বোন ছিল ?
উঃ তিন বোন
পুঁইমাচা গল্পের বিষয়বস্তু – Click Here
About Us
TAG : পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর, একাদশ শ্রেণি বাংলা, পুঁইমাচা গল্পের বিষয়বস্তু, পুঁইমাচা গল্পের ক্ষেন্তি চরিত্র

