এই পেজে তোমরা জানতে পারছ বাংলা বিষয়ের শিক্ষক ও গ্রন্থকার নীলরতন চট্টোপাধ্যায় সম্পর্কে নানা তথ্য। পেজটি আসলে About Author সম্পর্কে তোমাদের তথ্য জানায়।

নীলরতন চট্টোপাধ্যায় সম্পর্কে

বাংলা বিষয়ের শিক্ষক ও গ্রন্থকার নীলরতন চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। তিনি পেশায় শিক্ষক। পাশাপাশি তিনি বিভিন্ন গ্রন্থের রচয়িতা। মূলত বাংলা সাহিত্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক গ্রন্থ লিখে তিনি ছাত্রছাত্রী ও পরীক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়া, বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপও তিনি তৈরি করেছেন।

নীলরতন চট্টোপাধ্যায়

সোস্যাল পেজ

তিনি ‘টার্গেট বাংলা’ নামক জনপ্রিয় ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা যা দীর্ঘদিন ধরে SLST, PSC সহ বিভিন্ন পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের নিঃস্বার্থ সহায়তা করে আসছে। তার ইউটিউব চ্যানেল PRAYAS BY NIL অল্পদিনেই জনপ্রিয় হয়ে উঠেছে। এই চ্যানেলে তিনি SLST, PSC পরীক্ষার জন্য যেমন সহায়তা করে থাকেন তেমনি বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের জন্যও নানা ভিডিও আপলোড করেন। তাকে এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করেন শিলিগুড়ির শিক্ষিকা মিষ্টু বণিক।

ওয়েবসাইট

ছাত্রছাত্রী ও বাংলা ভাষাপ্রেমীদের জন্য নীলরতন চট্টোপাধ্যায় পরিচালনা করেন তিনটি ওয়েবসাইট।
১. বাংলা সাহিত্য ও ব্যাকরণের জন্য – https://targetsscbangla.com/
২. SLST, PSC পরীক্ষার জন্য – https://slstbangla.com/
৩. বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের জন্য – এই ওয়েবসাইট

মোবাইল অ্যাপ

সকল স্তরের ছাত্রছাত্রী ও শিক্ষার্থীদের জন্য তিনি নিয়ে এসেছেন গুরুত্বপূর্ণ কিছু মোবাইল অ্যাপ। যেমন – মাধ্যমিক বাংলা, বাংলা ব্যাকরণ অভিধান, বিপরীত শব্দের অভিধান, mBook, বাংলা সাহিত্য ইত্যাদি। সমস্ত অ্যাপই গুগল প্লে স্টোরে পাওয়া যায়, সম্পূর্ণ বিনামূল্যে।

গ্রন্থাবলী

SLST বাংলা পরীক্ষার জন্য তার দুই খণ্ডে প্রকাশিত SLST বাংলা কম্পিটিটর বইটি অত্যন্ত জনপ্রিয়। PSC বাংলা অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিসট্রেস পরীক্ষার জন্য তার PSC বাংলা চ্যালেঞ্জার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। এছাড়া বাংলা সাহিত্য রচনাকোশ, ব্যাকরণ শব্দকোশ, টেট চ্যালেঞ্জার, বাংলা সাহিত্যের ইতিহাস MCQ সহ নানা গ্রন্থ লিখে তিনি আজ পরিচিত মুখ।