ইলিয়াস – লিও তলস্তয়
রাশিয়ান কথাসাহিত্যিক লিও তলস্তয়ের লেখা ছোটোগল্প ইলিয়াস । গল্পটি নবম শ্রেণির পাঠ্য। মূল ভাষা থেকে এটি বাংলায় অনূদিত। আমরা এর আগে কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি এবং ধীবর বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই পোস্টে উক্ত গল্পের মূল বিষয় সহ আনুষঙ্গিক তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। আশা করি পোস্টটি ছাত্রছাত্রীদের চাহিদা মেটাতে সক্ষম হবে।
ইলিয়াস – বিষয়বস্তু
গল্পের উৎস – Twenty Three Tales গল্পগ্রন্থ। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মণীন্দ্র দত্ত।
ইলিয়াস নামে এক বাস্কির বাস করত রাশিয়ার উফাপ্রদেশে। তার বিবাহের এক বছর পর পিতা মারা যান। ইলিয়াসের অবস্থা তখন না ধনী, না দরিদ্র। কিন্তু কর্মনিষ্ঠ ও নিরলস ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি ধীরে ধীরে বাড়তে লাগল। তার অবস্থার উন্নতিতে প্রতিবেশীরা ঈর্ষা করে। তার খ্যাতি বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ইলিয়াসের সন্তান বলতে দুই ছেলে, এক মেয়ে। সকলেরই বিয়ে হয়ে গেছে। কিন্তু ইলিয়াস ধনী হয়ে ওঠার পর তার ছেলেরা ক্রমশ আয়েশি হয়ে উঠে। বড়ো ছেলেটি মারামারিতে মারা যায়। ছোটো ছেলেটি ঝগড়াটে বউ বিয়ে করে এবং বাবার অবাধ্য হয়ে ওঠে। তাকে কিছু সম্পত্তি দিয়ে ইলিয়াস তাড়িয়ে দেয়। ফলে তার সম্পত্তিতে টান পড়ে। এরপরও ভেড়ার পালে মড়ক, খাদ্যাভাব, গরু-মোষের মড়ক এবং ঘোড়া চুরির ফলে ইলিয়াসের আর্থিক অবস্থা আরো খারাপ হয়।
শেষাবধি ইলিয়াসের অবস্থা এতই করুণ হয়ে ওঠে যে বৃদ্ধ বয়সে সে বাধ্য হয়ে সমস্ত সম্পত্তি বিক্রি করে একেবারে নিঃস্ব হয়ে পড়ে। ইলিয়াস ও তার স্ত্রী শামশেমাগী অসহায় অবস্থায় আশ্রয় পায় মহম্মদ শা নামে এক দয়ালু প্রতিবেশীর কাছে। তারা সেখানে মজুরের মত কাজ করতে লাগল। একদিন মহম্মদ শার বাড়িতে কিছু অতিথি এলে মহম্মদ শা অতিথিদের সঙ্গে ইলিয়াসের পরিচয় করিয়ে দেয়। ইলিয়াসের কাহিনি শুনে অতিথিদের মধ্যে জাগে বিস্ময় ও সহানুভুতি। এই কেমন কাটছে ইলিয়াসদের জীবন ? জীবন সম্পর্কে তাদের উপলব্ধি কী ? শামশেমাগী জানায় দীর্ঘ ৫০ বছরে তারা সুখ খুঁজে পায় নি। বরং সম্পত্তি হারিয়েই তারা সুখে বাস করছে।
প্রশ্নোত্তর পর্ব – এককথায় উত্তর
১. ইলিয়াসের বিয়ের কত দিন পর তার বাবা মারা যান ?
উঃ এক বছর
২. ইলিয়াসের বাবা মারা যাবার সময় ইলিয়াসের কতগুলি ঘোড়া ও গরু ছিল ?
উঃ সাতটি ঘোড়া ও দুটি গরু
৩. ইলিয়াসের বাবা মারা যাবার সময় সম্পত্তি হিসেবে ইলিয়াসের কতগুলি ভেড়া ছিল ?
উঃ কুড়িটি
৪. ইলিয়াসের স্ত্রীর নাম কী ?
উঃ শামশেমাগী
৫. ইলিয়াস ও তার স্ত্রী একটানা কতদিন পরিশ্রম করে অনেক সম্পত্তি করেছিল ?
উঃ পঁয়ত্রিশ বছর
৬. একটানা পরিশ্রম করার পর ইলিয়াসের কতগুলি ঘোড়া হয়েছিল ?
উঃ দুশোটি
৭. একটানা পরিশ্রম করার পর ইলিয়াসের কতগুলি ঘোড়া বেড়েছিল ?
উঃ একশো তিরানব্বইটি
৮. একটানা পরিশ্রম করার পর ইলিয়াসের কতগুলি গরু হয়েছিল ?
উঃ দেড়শোটি
৯. একটানা পরিশ্রম করার পর ইলিয়াসের কতগুলি ভেড়া হয়েছিল ?
উঃ বারোশোটি
১০. ইলিয়াসের মোট সন্তান সংখ্যা কয়টি ছিল ?
উঃ তিনটি
১১. ইলিয়াসের দুর্দশা তার কত বছর বয়সে চরমে উঠেছিল ?
উঃ সত্তর বছর বয়সে
১২. মারামারিতে মারা গিয়েছিল কে ?
উঃ ইলিয়াসের বড় ছেলে
১৩. সত্তর বছর বয়সে ইলিয়াস তার কোন সম্পত্তিটি বিক্রি করেছিল ?
উঃ পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন
১৪. ইলিয়াস ও তার স্ত্রীকে বৃদ্ধাবস্থায় কে আশ্রয় দিয়েছিল ?
উঃ মহম্মদ শা
১৫. ‘এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন’ – এখানে ‘তিনি’ কে ?
উঃ শামশেমাগী