সাহিত্য সঞ্চয়ন (IX)

ইলিয়াস – লিও তলস্তয়

রাশিয়ান কথাসাহিত্যিক লিও তলস্তয়ের লেখা ছোটোগল্প ইলিয়াস । গল্পটি নবম শ্রেণির পাঠ্য। মূল ভাষা থেকে এটি বাংলায় অনূদিত। আমরা এর আগে কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি এবং ধীবর বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই পোস্টে উক্ত গল্পের মূল বিষয় সহ আনুষঙ্গিক তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। আশা করি পোস্টটি ছাত্রছাত্রীদের চাহিদা মেটাতে সক্ষম হবে।

ইলিয়াস – বিষয়বস্তু

প্রশ্নোত্তর পর্ব – এককথায় উত্তর

১. ইলিয়াসের বিয়ের কত দিন পর তার বাবা মারা যান ?
উঃ এক বছর

২. ইলিয়াসের বাবা মারা যাবার সময় ইলিয়াসের কতগুলি ঘোড়া ও গরু ছিল ?
উঃ সাতটি ঘোড়া ও দুটি গরু

৩. ইলিয়াসের বাবা মারা যাবার সময় সম্পত্তি হিসেবে ইলিয়াসের কতগুলি ভেড়া ছিল ?
উঃ কুড়িটি

৪. ইলিয়াসের স্ত্রীর নাম কী ?
উঃ শামশেমাগী

৫. ইলিয়াস ও তার স্ত্রী একটানা কতদিন পরিশ্রম করে অনেক সম্পত্তি করেছিল ?
উঃ পঁয়ত্রিশ বছর

৬. একটানা পরিশ্রম করার পর ইলিয়াসের কতগুলি ঘোড়া হয়েছিল ?
উঃ দুশোটি

৭. একটানা পরিশ্রম করার পর ইলিয়াসের কতগুলি ঘোড়া বেড়েছিল ?
উঃ একশো তিরানব্বইটি

৮. একটানা পরিশ্রম করার পর ইলিয়াসের কতগুলি গরু হয়েছিল ?
উঃ দেড়শোটি

৯. একটানা পরিশ্রম করার পর ইলিয়াসের কতগুলি ভেড়া হয়েছিল ?
উঃ বারোশোটি

১০. ইলিয়াসের মোট সন্তান সংখ্যা কয়টি ছিল ?
উঃ তিনটি

১১. ইলিয়াসের দুর্দশা তার কত বছর বয়সে চরমে উঠেছিল ?
উঃ সত্তর বছর বয়সে

১২. মারামারিতে মারা গিয়েছিল কে ?
উঃ ইলিয়াসের বড় ছেলে

১৩. সত্তর বছর বয়সে ইলিয়াস তার কোন সম্পত্তিটি বিক্রি করেছিল ?
উঃ পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন

১৪. ইলিয়াস ও তার স্ত্রীকে বৃদ্ধাবস্থায় কে আশ্রয় দিয়েছিল ?
উঃ মহম্মদ শা

১৫. ‘এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন’ – এখানে ‘তিনি’ কে ?
উঃ শামশেমাগী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!