
ABOUT US
ABOUT US এই বিভাগে পাচ্ছেন MY EXAM CARE সম্পর্কে কিছু সাধারণ তথ্য। যারা বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রী তাদের বাংলা সহ অন্যান্য বিষয়ে সহায়তা করতে আমাদের এই উদ্যোগ। আমরা এই ওয়েবসাইটে বাংলা সাহিত্যের নানা দিক, ব্যাকরণ, বিদ্যালয় স্তরের নানা তথ্য ছাত্রছাত্রীদের সহায়তায় তুলে ধরার প্রয়াসী। ছাত্রছাত্রীরা এখানে যেমন বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে তেমনি তারা নিজ নিজ বিষয়ে মক টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করতে সক্ষম হবে।
ABOUT US MY EXAM CARE
শুধু বাংলা নয়, আমাদের ওয়েবসাইটে একাধিক বিষয় উপস্থাপিত হয়েছে। এছাড়া যে-কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য General Knowledge ও Current affairs সংক্রান্ত নানা তথ্য পরিবেশিত হয়েছে। আমাদের তথ্য ও প্রশ্নের মান ছাত্রছাত্রীদের প্রস্তুতিতে অধিক সহায়ক হবে সে বিষয়ে আশা রাখা যায়।
IN DETAILS
আমাদের MY EXAM CARE ওয়েবসাইটে উল্লেখিত সমস্ত পরীক্ষার প্রস্তুতি যাচাইয়ে মক টেস্ট নেওয়া হয়। আমাদের উন্নত মানের MCQ প্রশ্নপত্র পরীক্ষার্থীকে সঠিক দিশা দেখায়। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আমাদের মক টেস্ট ব্যবস্থাকে আকর্ষণীয় ও নিখুঁত করে। পরীক্ষা শেষে আমাদের Automated evaluation system স্কোর প্রদর্শনে অধিক সহায়ক। সকল পরীক্ষার্থীর মধ্যে কারা টপ লিস্টে রয়েছেন তার তালিকাও দেখায় আমাদের মক টেস্ট ব্যবস্থা।
সকলের জন্য বাংলা সাহিত্যের নানা দিক আমরা যেমন আমাদের টার্গেট বাংলা ওয়েবসাইটে তুলে ধরেছি, তেমনি এই ওয়েবসাইটে ছাত্রপাঠ্য উপযোগী তথ্য তুলে ধরা হয়েছে। মক টেস্টের পাশাপাশি ছাত্রছাত্রীরা বাংলা সাহিত্য, ব্যাকরণ, নির্মিতি, প্রজেক্টের নানা পরামর্শ ও উদাহরণ পাবে। একনজরে দেখে নাও কী কী সুবিধা পাবে এখানে –
>> বাংলা সাহিত্যের নানা দিক
>> ব্যাকরণ
>> নির্মিতি
>> একাদশ-দ্বাদশ শ্রেণির প্রজেক্ট
>> মক টেস্ট
>> অনলাইন ভিডিও
>> কল সাপোর্ট
YouTube
আমাদের ইউটিউব চ্যানেল প্রয়াসে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির উপযোগী বহু ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয়েছে। আগ্রহীরা এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো।
আমাদের MY EXAM CARE ওয়েবসাইটের মেনু থেকে তোমরা যেকোনো পরীক্ষা যতবার খুশি দিতে পারো। পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে নির্দিষ্ট ফর্মে নিজের পুরো নাম ও মোবাইল নম্বর জানাতে হবে। সাইটটি ব্যবহারের পূর্বে আমাদের TERMS & CONDITIONS, পেজটি পড়ার অনুরোধ করব।
Updated on 29-03-2025